কীবোর্ড শর্টকাট PDF

কীবোর্ড শর্টকাট PDF ফাইল সহ কম্পিউটার কীবোর্ড শর্টকাট এর গুরুত্বপূর্ণ যত টেকনিক আছে সবগুলো নিয়ে আজকের পোস্টে আলোচনা করব। বিশেষ করে যারা এম এস ওয়ার্ড শর্টকাট PDF ফাইল খুজছেন, তারা এই পোস্ট থেকে বাংলা কীবোর্ড শর্টকাট গুলো এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন।
কীবোর্ড শর্টকাট PDF




কম্পিউটার কিবোর্ড এর ব্যবহার আমরা সবাই কম বেশি জানি, কিন্তু কম্পিউটার কীবোর্ড শর্টকাট টেকনিক বিষয়ে আমরা খুব বেশি কিছু জানি না। কম্পিউটারের শর্টকাট কমান্ড বিষয়ে পরিপূর্ণ আইডিয়া থাকলে কম্পিউটারে কাজ করার সময় যে কোন কাজ অল্প সময়ে দ্রুততার সহিত সম্পাদন করা সম্ভব হয়।

মাইক্রোসফট অফিস একটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ডকুমেন্ট সফটওয়্যার। অফিস, বাসা -বাড়ী, স্কুল-কলেজ সবখানেই এটি ব্যবহৃত হচ্ছে। ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা বাড়াতে কিবোর্ড শর্টকাটের জুড়ি নেই। কি-বোর্ড শর্টকাট জানা থাকলে আপনি মাউস এড়িয়ে দ্রুত অনেক কিছু করতে পারবেন।



ফটোশপ এবং ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইন ও ফটো এডিটিং এর জন্য খুবই জনপ্রিয় সফটওয়্যার। কিন্তু কীবোর্ড শর্টকাট জানা না থাকলে আপনার কাজে গতি অনেক কমে যেতে পারে। মাইক্রোসফট অফিস (ওয়ার্ড ও এক্সেল) এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটর এর প্রয়োজনীয় সব কিবোর্ড শর্টকাট ক্যাটাগরি আকারে সাজানো এবং ব্যাখ্যা দেওয়া যা আপনার কাজে এনে দেবে গতি।

কীবোর্ড শর্টকাট

এই পোস্টে আমরা প্রথমে বাংলা কীবোর্ড শর্টকাট গুলো অক্ষর অনুসারে ধারাবাহিকভাবে শেয়ার করব। এই কীবোর্ড শর্টকাট এর মধ্যে থাকবে এম এস ওয়ার্ড শর্টকাট বাংলা, এম এস ওয়ার্ড শর্টকাট ইংরেজি, এক্সেল কীবোর্ড শর্টকাট, উইন্ডোজ কীবোর্ড শর্টকাট, ফেসবুক কীবোর্ড শর্টকাট এবং কম্পিউটার ব্রাউজার কীবোর্ড শর্টকাট। সবশেষে সবগুলো কীবোর্ড শর্টকাট PDF ফাইল আকারে শেয়ার করে দেওয়া হবে।

MS Word এর প্রয়োজনীয় শর্টকাট

এম এস ওয়ার্ড হচ্ছে কম্পিউটারের সবচাইতে বহুল ব্যবহৃত সফটওয়্যার। সরকারী-বেসরকারী অফিস সহ পার্সনাল কাজের সর্বক্ষেত্রে এম এস ওয়ার্ড খুব বেশি পরিমানে ব্যবহার হয়ে থাকে। কাজেই এম এস ওয়ার্ড শর্টকাট টেকনিক জানা থাকলে অফিসের কাজ দ্রুত করা সম্ভব হবে। উল্লেখ যে, আমরা ইতোপূর্বে বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম PDF সহ শেয়ার করেছি। আপনি চাইলে পোস্ট দেখে আসতে পারেন।
এম এস ওয়ার্ড কীবোর্ড শর্টকাট বাংলা
Ctrl+A ফাইলের সব কিছু সিলেক্ট করা (একটি পাতায় যা কিছু আছে, সবকিছু সিলেক্ট হবে)
Ctrl+B সিলেক্ট করা টেক্সটকে বোল্ড করা
Ctrl+C সিলেক্ট করা যে কোন কিছু কপি করা
Ctrl+D ফন্ট ডায়লগ বক্স শো করা
Ctrl+E সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নেওয়া
Ctrl+F কোন কিছু খোজা
Ctrl+G নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয়
Ctrl+H রিপ্লেস ডায়লগবক্স বের করা
Ctrl+I সিলেক্ট করা টেক্সকে ইটালিক/বাঁকা করা
Ctrl+J টেক্স জাস্টিফাই করা
Ctrl+K সিলেক্ট করা যে কোন কিছু লিংক করা
Ctrl+L টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের বাম দিকে নিতে
Ctrl+M ডান দিকে ট্যাব দেওয়া
Ctrl+N নতুন ডকুমেন্ট ফাইল খোলা
Ctrl+O পুরাতন বা সেভ করা খোলা
Ctrl+P কোন কিছু প্রিন্ট করার জন্য
Ctrl+R টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে
Ctrl+S নতুন/পুরাতন ফাইল সেভ করা
Ctrl+T বাম দিকের দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরানো
Ctrl+U টেক্স এর নীচে আন্ডারলইন করা
Ctrl+V কপি করা যে কোন কিছু পেষ্ট করা
Ctrl+W প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত
Ctrl+X সিলেক্ট করা যে কোন কিছুকে কাট করতে ব্যবহৃত হয়
Ctrl+Y পরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য (Redo)
Ctrl+Z পূর্ববর্তী কাজ সমূহে চলে যাবার জন্য (Undo)

এম এস ওয়ার্ড কীবোর্ড শর্টকাট ইংলিশ
Ctrl+A Select All
Ctrl+B Bold
Ctrl+C Copy
Ctrl+D Font Style
Ctrl+E Center
Ctrl+F Find
Ctrl+G Go To
Ctrl+H Replace
Ctrl+I Italic
Ctrl+J Justify
Ctrl+K Hyperlink
Ctrl+L Left
Ctrl+M Paragraph Indent
Ctrl+N New File
Ctrl+O Open The Saved File
Ctrl+P Print
Ctrl+Q Clear The Paragraph Indent
Ctrl+R Right
Ctrl+S Save The File
Ctrl+T Hanging Out
Ctrl+U Underline
Ctrl+V Paste
Ctrl+W Close The File
Ctrl+X Cut
Ctrl+Y Redo
Ctrl+Z Undo

এডভান্স এম এস ওয়ার্ড কীবোর্ড শর্টকাট বাংলা
Alt+Ctrl+ Z শেষ চারটি সংশোধনের স্থানে যাওয়া (সংশোধনের জায়গা খোজে বের করা)
Ctrl+PageUp পূর্বের সংশোধনের স্থানে যাওয়া
Ctrl+PageDown পরের সংশোধনের স্থানে যাওয়ার জন্য
Ctrl+Backspace বামদিক থেকে একটি শব্দ ডিলিট
Ctrl+Delete ডানদিক থেকে একটি শব্দ ডিলিট
Alt+Shift+R হেডার বা ফুটারের পূর্বের অংশ কপি
Ctrl +Alt +V পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স প্রদর্শন
Ctrl + Shift + V শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য
Ctrl+F9 খালি ফিল্ড ইনসার্ট করার জন্য
Shift +Enter একটি প্যারাগ্রাফে একটি নতুন লাইন শুরু
Ctrl + Enter পেজ ব্রেক ইনসার্ট করার জন্য
Ctrl + shift+ Enter কলাম ব্রেক ইনসার্ট করার জন্য
Alt+Ctrl+Minus Sign একটি ড্যাশ ইনসার্ট করার জন্য
Ctrl+Minus Sign একটি ড্যাশ ইনসার্ট করার জন্য
Ctrl + Hyphen একটি অপশনাল হাইপেন ইনসার্ট করা
Ctrl + Shift + Hyphen নন ব্রেকিং হাইপেন ইনসার্ট করার জন্য
Ctrl + Shift + Spacebar নন ব্রেকিং স্পেস ইনসার্ট করার জন্য
Alt + Ctrl + C কপিরাইট প্রতীক ইনসার্ট করার জন্য
Alt+Ctrl+R রেজিষ্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট
Alt+Ctrl+T ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য
Alt+Ctrl+Full Stop উপবৃত্ত ইনসার্ট করার জন্য
Shift + Right Arrow ডানদিক থেকে একটি লেটার নির্বাচিত
Shift +Left Arrow বামদিক থেকে একটি লেটার নির্বাচিত
Ctrl+Shift+RightArrow শব্দের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য
Ctrl+Shift+Left Arrow শব্দের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য
Shift+End লাইনের শেষে সিলেক্ট করার জন্য
Shift + Home লাইনের শুরুতে সিলেক্ট করার জন্য
Shift + Down Arrow নিচের একটি লাইন ও সিলেক্ট করা
Shift +Up Arrow উপরের একটি লাইন ও সিলেক্ট করা
Ctrl+Shift+Down Arrow প্যারেগ্রাফের শেষ পর্যন্ত সিলেক্ট করা
Ctrl+Shift+Up Arrow প্যারাগ্রাফের শুরু পর্যন্ত সিলেক্ট করা
Shift+Page Down স্ক্রীনের নিচে পরবর্তী স্ক্রীনে সিলেক্ট
Shift+Page Up স্ক্রীনের উপরে পূর্ববর্তী স্ক্রীনে সিলেক্ট
Ctrl+Shift+Home কোন ডকুমেন্টের একদম শুরুতে যাওয়া
Ctrl+Shift+End কোন ডকুমেন্টের একদম শেষে যাওয়া
Tab টেবলের পরবর্তী সেল সিলেক্ট করার জন্য
Shift +Tab টেবলের পূর্ববর্তী সেল সিলেক্ট করার জন্য
Shift+Alt+Page Down উপরের সেল থেকে পুরো কলাম সিলেক্ট
Shift+Alt+Page Up নিচের সেল থেকে পুরো কলাম সিলেক্ট
Ctrl+1 সিঙ্গেল লাইন স্পেসিং সেট করার জন্য
Ctrl + 2 ডাবল লাইন স্পেসিং সেট করার জন্য
Ctrl+5 দেড় লাইন স্পেসিং সেট করার জন্য
Ctrl+0 এক লাইন স্পেস দেওয়ার জন্য ২টি
Ctrl+Shift+M বামদিক থেকে প্যারাগ্রাফ ইনডেন্ট বাদ
Ctrl+Shift+T হ্যাংগিং ইনডেন্ট কমানোর জন্য
Alt+shift+K মেইল মার্জ প্রদর্শনের জন্য
Alt+Shift+N ডকুমেন্ট মার্জড করার জন্য
Alt+Shift+M মার্জড ডকুমেন্ট প্রিন্ট করার জন্য
Alt+Shift+E মেইল মার্জড ডাটা ডকুমেন্ট এডিট করার
Alt+shift+F একটি মার্জ ফিল্ড ইনসার্ট করার জন্য

এডভান্স এম এস ওয়ার্ড কীবোর্ড শর্টকাট ইংলিশ
Ctrl + F2 Print Preview
Alt + Shift + Up Arrow Key Selected Line Up
Alt + Shift + Down Arrow Key Selected Line Down
Ctrl + [ Font Size Decrease
Ctrl + ] Font Size Increase
Ctrl + Shift + D Double Underline
Ctrl + End Go To End of the File
Ctrl + Home Go To Starting of the File
Ctrl + Shift + Superscript X2
Ctrl + Subscript H2O
Ctrl + Shift + C Format Copy
Ctrl + Shift + V Format Paste
F5 Go To
F12 Save as
Ctrl + Mouse Scroll Button Zoom in/Zoom Out
F7 Spelling & Grammar Check
Alt + F4 Close any Program
Alt + Ctrl + S Split the document window
Alt + Shift + D Insert Current Date
Alt + Shift + T Insert Time
Shift + Arrow Key Select Text
Shift + Home Select Line from End to Start
Shift + End Select Line From Start To end
Window Key + M Minimize window
Double Click To Select any word
Triple Click To Select any paragraph

এম এস ওয়ার্ড শর্টকাট PDF ডাউনলোড

আপনি যদি উপরের টেবিল হতে এম এস ওয়ার্ড শর্টকাট ব্যবহার করতে সাচ্ছন্দবোধ না করেন, তাহলে আমাদের তৈরি করা এম এস ওয়ার্ড শর্টকাট PDF ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। এখানে আমরা এম এস ওয়ার্ড শর্টকাট PDF এর বাংলা ও ইংলিশ দুটি ফাইল আলাদাভাবে তৈরি করেছি। তবে একত্রে সবগুলো কীবোর্ড শর্টকাট PDF ডাউনলোড করতে চাইলে পোস্টের শেষাংশ হতে পোস্টটি ফেসবুকে শেয়ার করে ডাউনলোড করে নিতে পারেন।

কীবোর্ড শর্টকাট PDFকীবোর্ড শর্টকাট PDF

এক্সেল কীবোর্ড শর্টকাট

কম্পিউটারে হিসাব নিকাশ এর কাজ করার জন্য এক্সেল (Excel) হচ্ছে সবচাইতে সহজ একটি সফটওয়্যার। এক্সেলে কাজ করার জন্য যত ধরনের কীবোর্ড শর্টকাট এর প্রয়োজন তার প্রায় সবগুলো শর্টকাট টেকনিক এখানে আমরা শেয়ার করে দিয়েছি। আশা করছি এগুলো আপনার কাজে লাগবে।
এক্সেল কীবোর্ড শর্টকাট বাংলা
Ctrl+T ব্রাউজারের একই উইন্ডোতে নতুন ট্যাব খুলতে
Ctrl+N ব্রাউজারের আলাদা উইন্ডো খুলতে
Ctrl+L চলমান ট্যাবের অ্যাড্রেসবারে লিখতে
Ctrl+W চলমান ট্যাবটি বন্ধ করতে
Ctrl+C কোনো কিছু কপি করতে
Ctrl+X কোনো কিছু কাট করতে
Ctrl+V কপি বা কাটের পর পেস্ট করতে
Ctrl+Z সর্বশেষ পরিবর্তনটি আনডু করতে
Ctrl+A ডকুমেন্ট বা ওয়েবপেজের সব কিছু সেলেক্ট করতে
Ctrl+S কোনো কিছু সেভ করতে
Arrow Key ডানে, বামে, ওপরে এবং নিচে কারসর নাড়াতে
Ctrl+Arrow ডানে, বামে, ওপরে ও নিচে লেখার শেষে কারসর যাবে
Ctrl+Home ফিল্ড বা লেখার শুরুতে কারসর
Ctrl+End ফিল্ড বা লেখার শেষে কারসর
Ctrl+Page Up আগের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া
Ctrl+Page Down পরের পৃষ্ঠা বা ওয়ার্কশিটে যাওয়া
Atl+Page Up ডকুমেন্টের প্রথম কলামে অবস্থান করা
Atl+Page Down ডকুমেন্টের শেষ কলামে অবস্থান করা
Atl+Enter কারসর রেখে দুই ক্লিকের মাধ্যমে পরের লাইন তৈরি
Shift+TAB পেছনের ফিল্ড থেকে প্রথম ফিল্ডে একেক করে যাওয়া
Ctrl+1 ফন্ট, বর্ডার, নম্বর ইত্যাদির পরিবর্তন করা
Ctrl+2 ফন্ট বোল্ড করা
Ctrl+3 লেখাকে ইটালিক করা
Ctrl+4 লেখা আন্ডারলাইন করা
Ctrl+5 লেখার মাঝখান বরাবর কাটা দাগ
Ctrl+7 স্ট্যান্ডার্ড টুলবার সরিয়ে দেওয়া
Ctrl+9 কারসর যে ফিল্ডে আছে, তা মুছে ফেলা
Ctrl+0 কলাম ডিলিট
Atl+F1 ওয়ার্কশিটের সঙ্গে চার্টশিট যুক্ত করা
Atl+F2 সেভ অ্যাজ
Ctrl+F3 ডিফাইন ডায়ালগ বক্স খোলা
Ctrl+F4 ফাইল বন্ধ করা
Ctrl+F5 ফাইল নামসহ আদালা উইন্ডো
Ctrl+F8 ম্যাক্রো তৈরির জন্য ডায়লগ বক্স খোলা
Ctrl+F9 ফাইল মিনিমাইজ করা
Ctrl+F10 ফাইল নামসহ আলাদা ইউন্ডো
Ctrl+F11 ওয়ার্কশিটের সঙ্গে ম্যাকরো শিট যুক্ত করা
Ctrl+F12 ওপেন ডায়ালগ বক্স
Ctrl+F ডকুমেন্ট বা ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে ব্যবহার
Ctrl+F ডকুমেন্ট বা ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে ব্যবহার
Ctrl+Tab ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলোতে একের পর এক শো করে ব্যবহার করা
Ctrl+Shift+Tab ব্রাউজারে ওপেন করা ট্যাবগুলো বিপরীতমুখী ভ্রমণে
Alt+Tab ব্রাউজার থেকে ট্যাবসম্পন্ন কোনো অ্যাপ্লিকেশনে যেতে

উইন্ডোজ কীবোর্ড শর্টকাট

কম্পিউটার দ্রুত পরিচালনার জন্য উইন্ডোজ কীবোর্ড শর্টকাট জানা খুব প্রয়োজন। বিশেষ করে কম্পিউটার দ্রুত অফ করা, ফাইল খোলা সহ আরো কিছু প্রোগ্রাম দ্রুত খোলা, বন্ধ করা ও পরিচালনার জন্য উইন্ডোজ কীবোর্ড শর্টকাট এর প্রয়োজন হয়। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ উইন্ডোজ কীবোর্ড শর্টকাট শেয়ার করে দিচ্ছি।
উইন্ডোজ কীবোর্ড শর্টকাট
Windows+D উইন্ডোজে খোলা থাকা পোগ্রাম শো/হাইড করা
Windows+E কম্পিউটার ফাইল এক্সপ্লোরার খোলা
Windows+R কম্পিউটার রান অপেন করা
Windows+M সকল ধরনের ফাইল মিনিমাইজ করা
Windows+Tab টাস্ক ভিউ অপেন করা
Windows+Up arrow key খোলা ফাইল মেক্সিমাইজ করা
Windows+Break key সিস্টেম প্রোপারটিজ ডায়লগ বক্স অপেন
Alt+Tab কম্পিউটারে খোলা পোগ্রাম বাছাই করা
Ctrl+Shift+Esc কম্পিউটার টাস্ক ম্যানেজার অপেন করা
Ctrl+Esc স্টার্ট ম্যানু অপেন করা
Alt+F4 চালু করা পোগ্রাম বন্ধ করা
Alt+Space bar চালু থাকা পোগ্রামের ম্যানু অপেন করা

ফেসবুক কীবোর্ড শর্টকাট

বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হচ্ছে ফেসবুক। আর ফেসবুক কীবোর্ড শর্টকাট আপনার জানা থাকবে না, সেটা কোনভাবে হতেই পারে না। সেই জন্য আমরা আপনার জন্য স্পেশাল কিছু ফেসবুক কীবোর্ড শর্টকাট নিয়ে হাজির হয়েছি। আশ করছি ফেসবুক কীবোর্ড শর্টকাট গুলো আপনার উপকারে আসবে।
ফেসবুক কীবোর্ড শর্টকাট
Alt+1 হোম পেজে যেতে
Alt+2 নিজ প্রোফাইল ওয়ালে যেতে
Alt+3 ফ্রেন্ড রিকুয়েস্ট চেক
Alt+4 মেসেজ দেখার জন্য
Alt+5 নোটিফিকেশন দেখার জন্য
Alt+6 অ্যাকাউন্ট সেটিংসে যেতে
Alt+7 অ্যাকাউন্ট প্রাইভেসিতে যেতে
Alt+8 ফেসবুকের ফ্যান পেজে যেতে
Alt+0 ফেসবুকের হেল্প সেন্টারে যেতে
Alt+M নতুন মেসেজ লিখতে
Alt+? সার্চ বক্সে কারসার আনতে

ব্রাউজার কীবোর্ড শর্টকাট

ইন্টারনেট ব্যবহার করার জন্য কম্পিউটার ব্রাউজার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ব্রাউজার কীবোর্ড শর্টকাট টেকনিক জানা থাকলে মাউস ছাড়া খুব সহজে ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করা যায়। নিচের ব্রাউজার কীবোর্ড শর্টকাট গুলো আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে অনেকাংশে হেল্প করবে।
ব্রাউজার কীবোর্ড শর্টকাট
Ctrl+D যেকোনো ওয়েবসাইট বুকমার্ক করা
Ctrl+J ব্রাউজারের ডাউনলোড ফাইল খোলা
Ctrl+N ব্রাউজার নতুন করে আরেকটা ওপেন করতে
Ctrl+P ওয়েবসাইটের পেজ প্রিন্ট করার জন্য
Ctrl+T নতুন ট্যাব ওপেন করা
Ctrl+W ওপেন থাকা ট্যাব বন্ধ করার জন্য
F5 পেজ রিলোড করার যাবে
Ctrl +Shift+B বুকমার্ক করা সাইট গুলো ডিসপ্লে করার জন্য
Ctrl+Tab ওপেন করা ট্যাব গুলোতে দ্রুত যাওয়ার জন্য
Ctrl+Shift+T বন্ধ করা ট্যাব আবার পেতে হলে
Ctrl+Shift+Delete ব্রাউজার হিস্ট্রি ডিলিট করার জন্য
Alt +Left arrow আবার পিছনে যাওয়ার জন্য
Alt +Right arrow আমার আগে যাওয়ার জন্য
ESC পেজ লোড হওয়ার থেকে বাধা দেওয়া (পেজ লোড বাধা দেওয়া)

কীবোর্ড শর্টকাট PDF

এ পর্যন্ত আমরা উপরে যতগুলো কীবোর্ড শর্টকাট শেয়ার করেছি সবগুলো কীবোর্ড শর্টকাট PDF ফাইল একটি ফাইলের মধ্যে আমাদের কাছে তৈরি করা রয়েছে। আপনি যদি সবগুলো কীবোর্ড শর্টকাট একত্রে পিডিএফ আকারে ডাউলোড করতে চান, তাহলে নিচের লক করা অপশন হতে আমাদের পোস্টটি ফেসবুকে শেয়ার করুন। ফেসবুকে শেয়ার করার পর অটোমেটিক আনলক হবে এবং কীবোর্ড শর্টকাট PDF ফাইলটি ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন।

[lock]Download PDF[/lock]

0 Response to "কীবোর্ড শর্টকাট PDF"

Post a Comment