কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন (রুট এবং আনরুট)?

কিভাবে Wifi পাসওয়ার্ড দেখবেন বা Wifi Password কিভাবে বের করবেন অথবা কিভাবে অন্যের মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড জেনে নিবেন কিংবা অন্যের ল্যাপটপ থেকে পাসওয়ার্ড নিয়ে নিজের মোবাইলে ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করবেন ইত্যাদি বিষয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাকে অনুরোধ করছি আপনি বিষয়টি জেনে নেওয়ার পর ওয়াইফাই ব্যবহারকারীর অনুমতি ছাড়া ওয়াইফাই ব্যবহার করবেন না। কারণ কারো অনুমতি ছাড়া যেমনি কোন জিনিসপত্র ব্যবহার করা ভদ্রতার মধ্যে পড়ে না ঠিক একইভাবে অনুমতি ছাড়া কারো ওয়াইফাই ব্যবহার করাও ভদ্রতার মধে পড়ে না এবং এটা করা মোটেও উচিত নয়।
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন (রুট এবং আনরুট)?




এই কথা শুনার পর আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, আমি যখন এ বিষয় নিয়ে এত ভদ্রতার কথা বলছি তাহলে কিভাবে Wifi পাসওয়ার্ড দেখবেন বা Wifi Password কিভাবে বের করবেন এ বিষয় নিয়ে আলোচনা করার কি দরকার ছিল? এ পোস্টে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার উপায় নিয়ে আলোচনা না করে অন্যের ওয়াইফাই এর পাসওয়ার্ড ব্যবহার করা উচিত কি না সেটা নিয়ে আলোচনা করতেন!!




আসলে এ বিষয়টি শুধুমাত্র আপনাদের শেখার উদ্দেশ্যে শেয়ার করছি। কারো ওয়াইফাই পাসওয়ার্ড বের করে নিজের মোবাইলে ব্যবহার করানো আমাদের উদ্দেশ্য নয়। আসলে ইন্টারনেট সম্পর্কে জানার আওতা ও পরিধি অনেক বিশাল। সে জন্য কেউ কম্পিউটার এক্সপার্ট হয়ে হ্যাকার হয় আবার কেউ কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জন করে সাইবার সিকিউরিটিতে কাজ করে দেশের ডিজিটাল ক্রাইম প্রতিরোধ করে। আসলে যেকোন বিষয়ে জানার জন্য কোন ধরনের বাধা নিষেধ নেই। কিন্তু জেনে সেটি কিভাবে ব্যবহার করবেন বা ভালো কাজে ব্যবহার করবেন নাকি মন্দ কাজে ব্যবহার করবেন সেটি মানুষের একান্ত নিজেস্ব চিন্তা চেতনার উপর নির্ভর করে।

এই পোস্টে আমরা তিনটি উপায়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার কৌশল শেয়ার করব। প্রথমত আমরা দেখব মোবাইল ও কম্পিউটার ব্যবহার করে কিভাবে রাউটারে প্রবেশ করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন। তারপর যে ল্যাপটপ বা পিসিতে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে সেই পিসি থেকে ওয়াইফাই পাসওয়ার্ড জেনে নেওয়ার পদ্ধতি দেখব। সবশেষে যে মোবাইলে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে সেই মোবাইলের ফোল্ডার থেকে পাসওয়ার্ড বের করার উপায় শেয়ার করব।

ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার উপায়ঃ

ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করা যায় কি না বা ওয়াইফাই এর পাসওয়ার্ড আদৌ হ্যাক করা সম্ভব কি না? এই প্রশ্নের জবাবে আমি সরাসরি বলব ওয়াইফাই পাসওয়ার্ড কোনভাবে হ্যাক করা সম্ভব নয়। ওয়াইফাই পাসওয়ার্ড বের করা বা অন্যের মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড জেনে নেওয়ার বিষয়ে আমরা যে পদ্ধতিগুলো শেয়ার করছি অথবা আপনি ওয়াইফাই পাসওয়ার্ড বের করার যে  সকল ট্রিকস ইতোপূর্বে জেনেছেন সেগুলো আসলে কোন ধরনের হ্যাকিং নয়। এ পদ্ধতিগুলোকে শুধুমাত্র এক ধরনের ট্রিকস বা চালাকি বলতে পারেন।

আপনি প্রায় সময় বিভিন্ন হলিউড ও ভলিউড মুভিতে দেখে থাকেন যে, একজন কম্পিউটার হ্যাকার খুব সহজে অন্যের ওয়াইফাই হ্যাক করে ইচ্ছামত ক্রাইম করছে। আবার কোন কোন মুভিতে দেখা যায় একজন হ্যাকার ঘরে বসে তার ল্যাপটপ হতে কোন রেস্তুরার ওয়াইফাই হ্যাক করে সেই রেস্তুরার ওয়াইফাই এর সাথে যতগুলো মোবাইল কানেকটেড আছে সবগুলো মোবাইলে থাকা ডকুমেন্টস হ্যাক করে নিচ্ছে ও সেই সাথে তাদের কথাবার্তাও শুনে নিতে পারছে।

আসলে বাস্তব ক্ষেত্রে এ ধরনের এ্যাডভ্যান্স টেকনোলজি আদৌ আবিষ্কার হয়নি। ভবিষ্যতে এ ধরনের টেকনোলজি আবিষ্কার হলেও কোন হ্যাকার ওয়াফাই এর পাসওয়ার্ড হ্যাক করতে সম্ভব হবে না। কারণ টেকনোলজির উন্নতির সাথে সাথে হ্যাকাররা যত এ্যাডভ্যান্স হবে তারচেয়ে কম্পিউটার ও ইন্টারনেট সিকিউরিটি ব্যবস্থা আরো কয়েকগুন বেশি উন্নত হবে। কাজেই আপনি যদি ওয়াইফাই হ্যাক করার জন্য এই পোস্টে আসেন তাহলে পোস্টের বাকি অংশ না পড়ে চলে যেতে পারেন। কারণ ওয়াইফাই হ্যাক বলতে কিছু নেই।

কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন?

পোস্টের শুরুতে বলেছিলাম আমরা তিনটি উপারে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম দেখাব। আমরা তিনটি পদ্ধতি তিন ভাগ করে শেয়ার করব। প্রথমে দেখে নিন মোবাইল অথবা কম্পিউটারের সাথে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে দেখতে হয়?

১। কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়ঃ

প্রথমত- আপনি যে ওয়াইফাই এর পাসওয়ার্ড জেনে নিতে চাইছেন সেই ওয়াইফাই কোন মোবাইল বা কম্পিউটারের সাথে কনেকটেড আছে এমন একটি মোবাইল বা কম্পিউটার লাগবে। এ ক্ষেত্রে পিসির সাথে ওয়াইফাই কানেকশন না থেকে সরাসরি LAN (ক্যাবল দিয়ে) কনেকশন থাকলেও হবে। এই পদ্ধতিতে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য কম্পিউটারের ক্ষেত্রে যে নিয়ম মোবাইলের ক্ষেত্রেও ঠিক একই ধরনের নিয়ম।

কানেক্ট করা মোবাইল ও কম্পিউটারের ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার অপেন করতে হবে। আপনি পছন্দমত গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা অপেরা ব্রাউজারের যেকোনটি একটি ব্যবহার করতে পারেন। তবে মোবাইলের ক্ষেত্রে শুধুমাত্র মিনি ব্রাউজার ছাড়া যেকোন ব্রাউজার ব্যবহার করলে হবে।

কানেক্ট করা মোবাইল ও কম্পিউটারের ওয়াইফাই পাসওয়ার্ড জানার জন্য প্রথমে একটি ব্রাউজার অপেন করে ব্রাউজারের এড্রেসবারে এই আইপি এড্রেসটি 192.168.0.1 টাইপ করে Enter প্রেস করুন।
কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
উপরের আইপি এড্রেসটি আপনার ব্রাউজারে টাইপ করে ইন্টার প্রেস করার পর নিচের চিত্রেরন্যায় রাউটার এর লগইন পেজে নিয়ে যাবে। উপরের প্রদত্ত আইপি এড্রেসটির মাধ্যমে রাউটার এর লগইন পেজ না আসলে নিচের আইপি এড্রেসগুলো দিয়ে চেষ্টা করে দেখুন। সাধারণত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অধিকাংশ দেশে TP Link এর রাউটার ব্যব্যবহার করা হয়ে থাকে। আপনার রাউটারটি অন্য মেডেলের হলে নিচের সবগুলো দিয়ে চেষ্টা করে দেখুন।
    • 192.168.1.1
    • 192.168.2.1
    • 10.0.0.1
কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
উপরের চিত্রে রাউটার এর Username এর জায়গায় Admin এবং Password এর ঘরেও Admin লিখে ৩নং অংশের Log In এ ক্লিক করলে ওয়াইফাই রাউটারে লগইন হবে।
কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
তারপর উপরের চিত্রের ১নং অংশ হতে Wireless 2.4GHz হতে Wireless Security তে ক্লিক করলে ডান পাশে Wireless Password এর ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখতে পাবেন। That's all

নোটঃ রাউটার এর Username এর জায়গায় Admin এবং Password এর ঘরে Admin লিখে Log In না হলে বুঝতে হবে সেই ওয়াইফাই রাউটার এর Username ও Password পরিবর্তন করা হয়েছে। এ ক্ষেত্রে আপনি সঠিক Username ও Password ছাড়া লগইন করতে পারবেন না। তবে অধিকাংশ রাউটার এর Username ও Password পরিবর্তন করা হয় না। এ ক্ষেত্রে আপনি যদি ঐ ওয়াইফাই এর প্রকৃত ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার রাউটারটি রিসেট করে নিতে হবে। ওয়াইফাই রাউটার রিসেট করার পদ্ধতি পোস্টের শেষাংশে শেয়ার করব।

২। ল্যাপটপ এর ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়?

যে কম্পিউটার বা ল্যাটপে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেকশন করা আছে সেই ল্যাপটপ থেকে সবচাইতে সহজে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা যায়।
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন (রুট এবং আনরুট)?
ওয়াফাই কানেক্ট করা ল্যাপটপ অপেন করলে উপরের চিত্রেরন্যায় ডেস্কটপের ডানপাশের নিচের দিকে Wifi এর আইকন দেখতে পাবেন। ওয়াইফাই আইকনটিতে ক্লিক করলে Intenet Settings এর অপশন শো হবে।
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন (রুট এবং আনরুট)?
এখানে উপরের চিত্রে তীর চিহ্নিত Network & Internet Settings এ ক্লিক করবেন। Network & Internet Settings এ ক্লিক করলে নিচের অপশন দেখতে পাবেন।
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন (রুট এবং আনরুট)?
তারপর উপরের চিত্রের ১নং অংশের Wi-Fi এ ক্লিক করলে ডান দিকের ২নং অংশে Change Adapter Options টি শো হবে। Change Adapter এ ক্লিক করা মাত্র নিচের চিত্রটিতে নিয়ে যাবে।
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন (রুট এবং আনরুট)?
এই অংশে ল্যাপটপটি যে ওয়াইফাই এর সাথে কানেকটেড আছে সেই ওয়াইফাই এর নাম শো হবে। তারপর আপনার কাঙ্খিত ওয়াইফাই এ মাউস রেখে মাউসের ডান বাটনে ক্লিক করলে বাকী অপশন দেখতে পাবেন। এখন ২নং অংশে Status এ ক্লিক করলে নিচের চিত্রটি ডিসপ্লে হবে।
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন (রুট এবং আনরুট)?
এই অংশে যেভাবে আছে সেভাবে রেখে শুধুমাত্র উপরের চিত্রেরন্যায় Wireless Properties এ ক্লিক করলে নিচের চিত্রটি শো হবে।
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন (রুট এবং আনরুট)?
তারপর এখানে Security ট্যাবে ক্লিক করতে হবে। Security ট্যাবে ক্লিক করা মাত্র নিচের অপশনগুলো দেখতে পাবেন।
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন (রুট এবং আনরুট)?
এই অংশে প্রথম অবস্থায় আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি হাইড করা থাকবে। পাসওয়ার্ডটি দেখার জন্য ১নং অংশের Show Characters এ ক্লিক করলে Network Security Key এর ঘরে আপনার কাঙ্খিত ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দেখবে পাবেন। That's all

৩। মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়ঃ

এই পদ্ধতি তখন এপ্লাই করা লাগবে যখন এমন হবে যে, আপনার কোন বন্ধু আপনাকে ইন্টারনেট ব্যবহার করার জন্য শুধুমাত্র মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ডটি সেট করে দিচ্ছে, কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটি বলছে না এবং ওয়াইফাই রাউটার এর পাসওয়ার্ডও পরিবর্তন করে নিয়েছে। এ ক্ষেত্রে আপনি কম্পিউটার অথবা মোবাইল থেকে রাউটারের প্রবেশ করার কোন সুযোগ পাবেন না।

এ পদ্ধতিটি শুধুমাত্র আপনার নিজের মোবাইলে এপ্লাই করতে পারবেন। অন্য কারো মোবাইল দিয়ে করতে পারবেন না। কারণ মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার জন্য আপনার মোবাইলটি অবশ্যই রুট করে করে নিতে হবে। রুট করা মোবাইল ছাড়া মোবাইলে সেভ হয়ে থাকা পাসওয়ার্ড দেখা যায় না। যখন আপনার মোবাইল রুট করে নিবেন তখন আপনি মোবালের সি-প্যানেলে প্রবেশ করে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবেন।
আপনার মোবাইলটি যদি রুট করা থাকে তাহলে গুগল প্লে-স্টের হতে File Explorer Root Browser এ্যাপটি ইনস্টল করে নিবেন। আর মোবাইল রুট করা না থাকলে এ্যাপটি ডাউনলোড করার পূর্বে উপরে প্রদত্ত লিংক হতে রুট সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে আপনার মোবাইলটি রুট করে নিবেন। File Explorer Root Browser এ্যাপটি ইনস্টল হয়েগেলে এ্যাপটি অপেন করে বামপাশে Three Dot আইকনে ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
উপরের চিত্রের দেখানো অংশ হতে Root Directory তে ক্লিক করা মাত্র নিচের চিত্রেরন্যায় বিভিন্ন ফাইল ও ফোল্ডার দেখতে পাবেন।
মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
এই অংশে শুধুমাত্র Data লেখা ফোল্ডারটিতে ক্লিক করবেন। Data লেখা ফোল্ডারে ক্লিক করা মাত্র নিচের চিত্রটি শো হবে।
মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
তারপর উপরের চিত্রের দেখানো অংশ হতে Misc তে ক্লিক করা মাত্র নিচের চিত্রেরন্যায় বিভিন্ন ফাইল ও ফোল্ডার শো হবে।
মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
এই অংশে আপনি শুধুমাত্র Wifi লেখা ফোল্ডারটিতে ক্লিক করবেন। Wifi লেখা ফোল্ডারে ক্লিক করা মাত্র নিচের অপশনগুলো দেখতে পাবেন।
মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
উপরের চিত্রে Wapa_supplicant.conf নামে যে ফাইলটি দেখতে পাচ্ছেন সেই ফাইলের ভীতরের মূলত প্রত্যেকটি মোবাইলের ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করা থাকে। নরমালি কোন মোবাইল রুট করা থাকে না বিধায় আমরা এই ফাইল পর্যন্ত পৌছতে পারি না। আপনার কাঙ্খিত ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখার জন্য Wapa_supplicant.conf নামের ফাইলটিতে ক্লিক করুন।
মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায়
উপরের চিত্রের দেখুন Wapa_supplicant.conf ফাইলটি অপেন হওয়ার পর নিচের অংশে ওয়াইফাই এর নাম ও পাসওয়ার্ড শো করছে। আপনার মোবাইলটি যদি একাধিক ওয়াইফাই এর সাথে সংযুক্ত থাকে তাহলে এখানে সবগুলো ওয়াইফাই এর নাম ও পাসওয়ার্ড দেখতে পাবেন। That's all

সাহায্য জিজ্ঞাসাঃ

কিভাবে Wifi পাসওয়ার্ড দেখবেন বা Wifi Password কিভাবে বের করবেন অথবা কিভাবে অন্যের মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড জেনে নিবেন কিংবা অন্যের ল্যাপটপ থেকে পাসওয়ার্ড নিয়ে নিজের মোবাইলে ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করবেন আশাকরি সে বিষয়ে আপনাদের বুঝতে কোন সমস্যা হয়নি। তাছাড়া ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার যায় কি না সে বিষয়ে আপনি মোটামুটি ধারনা পেয়ে গেলেন। উপরের কোন স্টেপ বুঝতে কোন সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

0 Response to "কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন (রুট এবং আনরুট)?"

Post a Comment